thereport24.com
ঢাকা, সোমবার, ৭ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১১ মহররম 1447

আখতার হুসেন-এর একগুচ্ছ ছড়া

২০১৪ ফেব্রুয়ারি ১০ ০০:৪৯:০৪

আফ্রিকা বাড়ি তার

আফ্রিকা বাড়ি তার আনুচিয়া আচিবে
ঠিক দুপ্পুর বেলা হাঁচিবেই হাঁচিবে।
হাঁচি দেয়া শেষ হলে
নিজেই নিজের কান
খুব করে মলেটলে-
কী যে হয় একলাই নাচিবেই নাচিবে!
তারপর খুর বার-
করে, তাতে খুব করে
দেয় ধার, দেয় ধার-
তা-ই দিয়ে মাথা তার চাঁছিবেই চাঁছিবে!
সেই আনুচিয়া বলে
অশুভ এ সব দিন
যাবে চলে, যাবে চলে
হাসিখুশি ভরা দিন আসিবেই আসিবে।

মিস্টার মাইলাম

মার্কিন নাগরিক
মিস্টার মাইলাম
প্লেন থেকে নেমে বলে
এই দেশে আইলাম।

তারপর তেঁতুলিয়া
থেকে যায় টেকনাফ
সারাদেশ ঘুরে শেষে
ঢাকা এসে ছাড়ে হাঁফ।

বলে, এই দেশে এসে
কত-কিছু খাইলাম
তরমুজ-বাঙ্গির
বড় স্বাদ পাইলাম।

দেখলাম কত নদী
জঙ্গল, খালবিল
সব-কিছু দেখেটেখে
মন করে ঝিলমিল।

তাই আমি সুর করে
কত গান গাইলাম
তারপর নিজ দেশে
ফিরে আমি আইলাম।













মাতামুরি মুতাইয়া

জাপানের লোক সেতো
মাতামুরি মুতাইয়া
কথা বলে কোঁ-কাঁ করে
একেবারে কুতাইয়া।
কিন্তু খেপলে পরে সাবধান
যার পরে খেপে তার দুই কান-
ধরেটরে খুব করে
মাথা দিয়ে গুতাইয়া-
বুক ডন করায় সে
মাটিতেই শুতাইয়া।

বাড়ি কোথায়?

বাড়ি কোথায়? মীর্জাপুরের
বাইপাস
লেখাপড়ার দৌড় কতদূর?
‘হাই পাস’।
পড়ছ নভেল, গিলছটা কি?
ছাইপাস।
বাজারে যা, আসবি নিয়ে
যা-ই পাস।

লেখক পরিচিতি : আখতার হুসেন ১৯৪৫ সালের ১লা নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম টি. আই. এম. সিকান্দার ও মায়ের নাম আয়শা খাতুন। পৈতৃকনিবাস নাটোর জেলার লালপুর থানার নূরুল্লাপুরে। প্রাথমিক শিক্ষা খুলনা, পাকশী ও গফরগাঁওয়ে। ছাপা হওয়া তার প্রথম লেখাটি ছিল ছড়া। ‘ব্যাঙের ছানা’ শিরোনামের ওই লেখাটি প্রকাশিত হয় চাঁদের হাটের সংগঠক, বিশিষ্ট ছড়াকার রফিকুল হক দাদুভাইয়ের সম্পাদনায় অর্ধ সাপ্তাহিক সোনার বাংলায়। দেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক হিসেবে আখতার হুসেন সবার কাছে সমাদৃত। তিনি শিশু-কিশোরদের সংগঠন খেলাঘরের মূখ্য সঙ্গীত ‘আমরা তো সৈনিক/শান্তির সৈনিক’-এর রচয়িতা। এ ছাড়াও ছাত্র ইউনিয়নের সংগঠন সঙ্গীতও তার লেখা। আখতার হুসেনের লেখা ‘স্বাধীন স্বাধীন/দিকে দিকে আজ জাগছে বাঙালীরা/আজ রুখবে তাদের কারা...’ গানটিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘প্রথম স্বাধীনতা ঘোষণাকারী গান’ হিসেবে শিল্পীরা পরিবেশন করেন। গানটির সুরকার অজিত রায়। আখতার হুসেনের প্রকাশিত বইয়ের সংখ্যা ২৫টি। উল্লেখযোগ্য বই সমুদ্র অনেক বড়, হৈ হৈ রৈ রৈ, প্রজাপতি ও প্রজাপতি, রামধনুকের সাঁকো, দি টাইগার ও অন্যান্য গল্প, আমার দু’টো ডানা, উল্টোপাল্টা, হালচাল, ছোটদের মুকুন্দ দাস ইত্যাদি। এ ছাড়াও তিনি বেশকিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পাদনা করেছেন। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন- বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কারসহ বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা।

লেখক পরিচিতি : আখতার হুসেন ১৯৪৫ সালের ১লা নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম টি. আই. এম. সিকান্দার ও মায়ের নাম আয়শা খাতুন। পৈতৃকনিবাস নাটোর জেলার লালপুর থানার নূরুল্লাপুরে। প্রাথমিক শিক্ষা খুলনা, পাকশী ও গফরগাঁওয়ে। ছাপা হওয়া তাঁর প্রথম লেখাটি ছিল ছড়া। ‘ব্যাঙের ছানা’ শিরোনামের ওই লেখাটি প্রকাশিত হয় চাঁদের হাটের সংগঠক, বিশিষ্ট ছড়াকার রফিকুল হক দাদুভাইয়ের সম্পাদনায় অর্ধ সাপ্তাহিক সোনার বাংলায়। দেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক হিসেবে আখতার হুসেন সবার কাছে সমাদৃত। তিনি শিশু-কিশোরদের সংগঠন খেলাঘরের মুখ্য সঙ্গীত ‘আমরা তো সৈনিক/শান্তির সৈনিক’-এর রচয়িতা। এ ছাড়াও ছাত্র ইউনিয়নের সংগঠন সঙ্গীতও তার লেখা। আখতার হুসেনের লেখা ‘স্বাধীন স্বাধীন/দিকে দিকে আজ জাগছে বাঙালীরা/আজ রুখবে তাদের কারা...’ গানটিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘প্রথম স্বাধীনতা ঘোষণাকারী গান’ হিসেবে শিল্পীরা পরিবেশন করেন। গানটির সুরকার করেছিলেন অজিত রায়। আখতার হুসেনের প্রকাশিত বইয়ের সংখ্যা ২৫টি। উল্লেখযোগ্য বই সমুদ্র অনেক বড়, হৈ হৈ রৈ রৈ, প্রজাপতি ও প্রজাপতি, রামধনুকের সাঁকো, দি টাইগার ও অন্যান্য গল্প, আমার দু’টো ডানা, উল্টোপাল্টা, হালচাল, ছোটদের মুকুন্দ দাস ইত্যাদি। এ ছাড়াও তিনি বেশকিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পাদনা করেছেন। লেখালিখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন- বাংলা একাডেমী পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমী পুরস্কারসহ বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা। - See more at: http://www.thereport24.com/?page=details&article=43.15955#sthash.I0QJNmsA.dpuf
লেখক পরিচিতি : আখতার হুসেন ১৯৪৫ সালের ১লা নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম টি. আই. এম. সিকান্দার ও মায়ের নাম আয়শা খাতুন। পৈতৃকনিবাস নাটোর জেলার লালপুর থানার নূরুল্লাপুরে। প্রাথমিক শিক্ষা খুলনা, পাকশী ও গফরগাঁওয়ে। ছাপা হওয়া তাঁর প্রথম লেখাটি ছিল ছড়া। ‘ব্যাঙের ছানা’ শিরোনামের ওই লেখাটি প্রকাশিত হয় চাঁদের হাটের সংগঠক, বিশিষ্ট ছড়াকার রফিকুল হক দাদুভাইয়ের সম্পাদনায় অর্ধ সাপ্তাহিক সোনার বাংলায়। দেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক হিসেবে আখতার হুসেন সবার কাছে সমাদৃত। তিনি শিশু-কিশোরদের সংগঠন খেলাঘরের মুখ্য সঙ্গীত ‘আমরা তো সৈনিক/শান্তির সৈনিক’-এর রচয়িতা। এ ছাড়াও ছাত্র ইউনিয়নের সংগঠন সঙ্গীতও তার লেখা। আখতার হুসেনের লেখা ‘স্বাধীন স্বাধীন/দিকে দিকে আজ জাগছে বাঙালীরা/আজ রুখবে তাদের কারা...’ গানটিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘প্রথম স্বাধীনতা ঘোষণাকারী গান’ হিসেবে শিল্পীরা পরিবেশন করেন। গানটির সুরকার করেছিলেন অজিত রায়। আখতার হুসেনের প্রকাশিত বইয়ের সংখ্যা ২৫টি। উল্লেখযোগ্য বই সমুদ্র অনেক বড়, হৈ হৈ রৈ রৈ, প্রজাপতি ও প্রজাপতি, রামধনুকের সাঁকো, দি টাইগার ও অন্যান্য গল্প, আমার দু’টো ডানা, উল্টোপাল্টা, হালচাল, ছোটদের মুকুন্দ দাস ইত্যাদি। এ ছাড়াও তিনি বেশকিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পাদনা করেছেন। লেখালিখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন- বাংলা একাডেমী পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমী পুরস্কারসহ বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা। - See more at: http://www.thereport24.com/?page=details&article=43.15955#sthash.I0QJNmsA.dpuf

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর