thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীল কৈরালা

২০১৪ ফেব্রুয়ারি ১০ ০৬:০৫:৩৯
নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীল কৈরালা

দ্য রিপোর্ট ডেস্ক : নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের মধ্য দিয়ে নেপালের দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে। রবিবার দেশটির একটি বিরোধী রাজনৈতিক দল নেপালি কংগ্রেস পার্টির প্রবীণ রাজনীতিক সুশীল কৈরালাকে প্রধানমন্ত্রী পদে সমর্থন জানালে এ সম্ভাবনা দেখা দেয়। ২০১৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনের পর থেকেই এই অচলাবস্থার সূচনা হয়েছিল।

সোমবার দেশটির সংসদে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনের পথ উন্মুক্ত হবে।

গত নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জনকারী ইউনিফাইড মার্ক্সিস্ট লেনিনিস্ট পার্টির (ইউএমএল) সমর্থনও পেয়েছেন ৭৫ বছর বয়সী কৈরালা। এতে করে প্রধানমন্ত্রী পদে তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকার সম্ভাবনাও দূর হলো।

একটি নতুন গঠনতন্ত্র বা সংবিধান রচনার জন্য ২০১৩ সালের নভেম্বরের ১৯ তারিখে নেপালে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে দেশটিতে কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটবে বলেও আশা করা হয়েছিল।

কিন্তু প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে নির্বাচনে প্রথম স্থান দখলকারী নেপালি কংগ্রেস পার্টির অভ্যন্তরীণ কোন্দলের ফলে নতুন সরকারটি আর গঠন করা সম্ভব হয়নি। অবশেষে গত মাসে দলটির এমপিদের ভোটাভুটির ভিত্তিতে কৈরালাকে প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, ২০০৮ সালে বিশাল বিজয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা নেপালের মাওবাদী দল ওই নির্বাচনে তৃতীয় স্থানে নেমে যায়। ২০০৬ সালে অস্ত্র ছেড়ে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসে দলটি। ২০০৮ সালে নির্বাচনে বিজয়ের পর তারা দেশটির ২৪০ বছরের পুরনো রাজতান্ত্রিক শাসন ব্যবস্থারও উৎখাত করেছিল। কিন্তু বিপ্লবপরবর্তী রাজনৈতিক বিশৃঙ্খলা ও ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় ব্যর্থ হওয়ায় মাওবাদীরা তাদের জনপ্রিয়তা হারায়। (সূত্র : এনডিটিভি)।

(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর