thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

দামুড়হুদায় ২ যুবককে জবাই করে হত্যা

২০১৪ ফেব্রুয়ারি ১০ ০৯:২৪:০১
দামুড়হুদায় ২ যুবককে জবাই করে হত্যা

চুয়াডাঙ্গা সংবাদদাতা : জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর কানাইবাবুর আমবাগানে গভীর রাতে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ সোমবার সকাল ৬টার দিকে খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দ্য রিপোর্টকে জানান, নিহত সেলিম (৩২) চুয়াডাঙ্গার পার্শ্ববর্তী মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং সাবুর (৩০) একই গ্রামের জামির শেখের ছেলে।

নিহতরা মুজিবনগর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তবে তাদের কি কারণে হত্যা করা হয়েছে তা তদন্তের পর জানানো সম্ভব হবে বলে ওসি জানান।

(দ্য রিপোর্ট/এমআরআর/এমএইচও/এমএআর/এজেড/ফ্রেবুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর