thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

২৬ মার্চ মুক্তিযোদ্ধা দলের সমাবেশ

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১০:৪৭:৪৭
২৬ মার্চ মুক্তিযোদ্ধা দলের সমাবেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সমাবেশ করার ঘোষণা দিয়েছে। সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজীজ উলফাত দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হবে। এ জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করা হবে।

তিনি আরও জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সন ও ১৯ দলীয় জোট নেতা খালেদা জিয়া উপস্থিত থাকবেন। তিনি এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন।

সরকার অনুমতি না দিলে সেক্ষেত্রে সময়ের কিছুটা হেরফের হতে পারে বলেও তিনি জানান।

তিনি আশা প্রাকাশ করে আরও বলেন, সরকার আমাদের গণতান্ত্রিক অধিকার পালনে সচেষ্ট থাকবে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএআর/শাহ/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর