thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১১:০৬:৫৩
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাভার সংবাদদাতা : সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুর এলাকার হানিফ মিয়া (৩৫) ও কুমিল্লার নবীনগর এলাকার রতন (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে গাবতলী থেকে মোটারসাইকেলযোগে হানিফ ও রতন গাজীপুরের উদ্দেশে রওনা হন। মোটরসাইকেলটি হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় পেছন দিক থেকে আসা যাত্রীবাহী বাস মোটরসাইকেলটির ওপর উঠিয়ে দেয়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চালক হানিফ মারা যান। মোটরসাইকেলের আরোহী রতনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/এমএআর/শাহ/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর