thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

জেসমিনের জামিন বাতিল

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১১:১৮:৪৩
জেসমিনের জামিন বাতিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : সম্পদের বিবরণীর হিসাব দাখিল না করা মামলায় আলোচিত হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল করেছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সোমবার সকালে এ আদেশ দেন।

এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৯ জানুয়ারি জেসমিনকে আগাম জামিন দিয়েছিলেন। এরপর জামিন বাতিলের জন্য দুদকের আবেদনের ফলে আপিল বিভাগ জামিন বাতিল করেন।

আদালতে জেসমিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিকুল হক ও দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম রানা।

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান হলেন জেসমিন ইসলাম।

(দ্য রিপোর্ট/এসএ/ইইউ/এমএআর/শাহ/ফেব্রুয়ারি ১০, ২০১৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর