thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সাভারে ১২ ডাকাত আটক

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১১:৩৬:০৫
সাভারে ১২ ডাকাত আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাভারের নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ১২ ডাকাতকে আটক করেছে র‌্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি রাম দা ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।

নবীনগরের পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে রবিবার মধ্যরাতে তাদের আটক করা হয়। তবে ডাকাত দলের প্রধান ইসমাঈল হোসেনকে আটক করা যায়নি।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার কামরুল হাসান জানান, দীর্ঘদিন ধরে সাভার এলাকায় ইসমাঈল হোসেন নামে এক ডাকাত সর্দারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করে আসছে। রবিবার রাতে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার ফৈইজুল ইসলামের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি রাম দা ও ২টি চাপাতি উদ্ধার করা হয়।

কমান্ডার ফৈইজুল ইসলাম জানান, আটক ডাকাত দলকে সাভার ক্যাম্পে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর সাভার থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে। তবে ডাকাত সর্দার ইসমাঈলকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এএইচএ/ইইউ/এমসি/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর