thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

হত্যা মামলায় দুলুর জামিন বহাল

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১২:৩০:৩৪
হত্যা মামলায় দুলুর জামিন বহাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : নাটোরে যুবলীগ নেতা পলাশ হত্যা মামলায় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের শুনানি শেষে আদালত আবিদেনটি খারিজ করে জামিন বহাল রাখে।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
এর আগে, ১৯ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছয় মাসের জামিন মঞ্জুর করেন হাইকোর্টের বিচারক বোরহান উদ্দিন ও কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

পরে ২১ জানুয়ারি তিনি রাজশাহী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।
২০১২ সালের ৮ ডিসেম্বর রাত ১১টার দিকে দুলুর বাসার সামনে দুই পক্ষের সংঘর্ষে জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহীন ডান কানে গুলিবিদ্ধ হন। এ সময় শহর যুবলীগের নেতা পলাশ চন্দ্র কর্মকার পিঠে গুলিবিদ্ধ হন।

ওই ঘটনার পর নাটোরের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী ও সহকারী পুলিশ সুপার আপেল মাহমুদের নেতৃত্বে শতাধিক পুলিশ দুলুর বাসার চারপাশে অবস্থান নেয়।

ঘটনার দুদিন পর হাসপাতালে চিকিৎসাধীন পলাশের মৃত্যু হয়। পরে দুলুকে পলাশ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

(দ্য রিপোর্ট/এসএ/ইইউ/এমএআর/শাহ/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর