thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

প্রধানমন্ত্রীকে কটূক্তি : অহিদুজ্জামানের বিরুদ্ধে চার্জ গঠন

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১২:৪১:১২
প্রধানমন্ত্রীকে কটূক্তি : অহিদুজ্জামানের বিরুদ্ধে চার্জ গঠন

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানি মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক একেএম ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে চার্জ গঠন করেছে ঢাকা মহানগর আদালত।

সোমবার মামলার চার্জ শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ এ চার্জ গঠন করেন। তিনি ২৩ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

শুনানির সময় আদালতে আসামি ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ৮ অক্টোবরজননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ফেসবুকে প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক একেএম ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে মানহানির মামলাটি করেন। ঢাকার সিএমএম আদালতে মামলাটি করা হয়।

মামলাটি দায়ের করার পর মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভুঁইয়া এ বি সিদ্দিকীর জবানবন্দি গ্রহণ করে ওইদিন একেএম ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

২০১৩ সালের ৬ নভেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠান। পরে হাইকোর্ট থেকে তিনি জামিন পান।

মামলার বাদী এ বি সিদ্দিকী অভিযোগ করেন, গত বছরের ২২ আগস্ট আসামি ওয়াহিদুজ্জামান ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারবর্গের বিরুদ্ধে অশ্লীল ও মানহানিকর উক্তি করেন। তাতে তিনি উল্লেখ করেন, ‘টিভিতে বড় বড় স্ক্রলে দেখাচ্ছে যে, প্রধানমন্ত্রীর ছেলে ও আইটি স্পেশালিস্ট সজীব ওয়াজেদ জয়। এর আগে দেখাতো, ‘প্রতিবন্ধী বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।’

ফেসবুক স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ালেখা শেষে কয়েকটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আইটি স্পেশালিস্ট; আর নিজের প্রতিবন্ধী সন্তান লালন পালন করেই প্রতিবন্ধী বিশেষজ্ঞ। মায়ের আবার রয়েছে দেড় ডজন ডক্টরেট ডিগ্রি। হেঃ হেঃ হেঃ পুরাই বিজ্ঞানী পরিবার। ভাগ্যিস প্রকৃত বিজ্ঞানী বাবাকে এ সব প্রতিভার বিকাশ দেখতে হচ্ছে না।’

মামলায় বাদী দাবি করেন, প্রধানমন্ত্রী এবং তার পরিবারের বিরুদ্ধে ফেসবুকে আসামির এমন অশ্লীল উক্তিতে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের মানহানি ঘটেছে। বাদী শেখ হাসিনার দল করায় তারও মানহানি হয়েছে বলে মামলা উল্লেখ করেন।

(দ্য রিপোর্ট/জেএ/এমএটি/এমএআর/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর