thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিংড়ায় আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহিলা সদস্যকে বহিষ্কার

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১২:৫৮:১২
সিংড়ায় আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহিলা সদস্যকে বহিষ্কার

নাটোর সংবাদদাতা : সিংড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা ও মহিলা সদস্য আঞ্জুমান আরাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

থানা ও পৌর আওয়ামী লীগের রবিবার রাতে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিংড়া থানা আওয়ামী লীগ সভাপতি শেখ অহিদুর রহমান দ্য রিপোর্টকে জানান, দলের সিদ্ধান্ত ভঙ্গ করে থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে ও থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সদস্য আঞ্জুমান আরা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী প্রার্থী হওয়ায় দল থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এমসি/শাহ/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর