thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

ইজহারসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৩:০০:৫৯
ইজহারসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী ও তার ছেলে হেফাজতের প্রচার সম্পাদক হারুণ ইজহারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লোকমান হোসেন সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের নিবন্ধন শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন।

আসামিদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩ ও ৪ ধারায় অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- আবদুল হাই ওরফে সালমান, হাবিবুর রহমান, মোহাম্মদ ইছহাক, মনির হোসেন, আবদুল মান্নান, তফসির আহমেদ ও মোহাম্মদ জুনায়েদ। এদের মধ্যে মুফতি ইজাহার ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় ৩ জন নিহত হন। এ ঘটনায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে খুলশী থানায় পৃথক তিনটি মামলা করে পুলিশ।

বিস্ফোরণের পর মাদ্রাসা কর্তৃপক্ষ আইপিএসের চার্জার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে দাবি করলেও পুলিশ ঘটনাস্থল থেকে চারটি হাতবোমা উদ্ধার করে।

মামলার অভিযোগপত্রে পুলিশ উল্লেখ করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে আসামিরা নাশকতা সৃষ্টির জন্য বিস্ফোরকগুলো মজুত করেন। অভিযোগপত্রে ঘটনাস্থল থেকে ১৫টি জব্দকৃত আলামতের বর্ণনা রয়েছে।

মুফতি ইজহার লালখান বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং বর্তমানে পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন।

(দ্য রিপোর্ট/এমকে/এমসি/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর