thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

দুই মন্ত্রণালয়কে একীভূতকরণ

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৩:৪৭:১৭
দুই মন্ত্রণালয়কে একীভূতকরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে একীভূত করা হয়েছে। নতুন এ মন্ত্রণালয়ের নাম দেওয়া হয়েছে ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়’।

এই মন্ত্রণালয়ের অধীন দুটি বিভাগ থাকবে। একটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং অপরটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

গত ১২ জানুয়ারি গঠন করা হয় নতুন সরকার। ওই সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান আবদুল লতিফ সিদ্দিকী। জুনাইদ আহমেদ পলককে করা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

এর আগে, ২০১০ সালের মাঝামাঝি সময় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় দুভাগে ভাগ করা হয়। দুটি বিভাগের মধ্যে একটির নাম হয় ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ’, অপর বিভাগের নাম হয় ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ’। এরপর ২০১১ সালের ৪ ডিসেম্বর দুটি বিভাগকে আলাদা করে দুটি মন্ত্রণালয় করা হয়।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমএআর/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর