thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

২৩ মার্চ টাঙ্গাইল ৮ আসনে উপ-নির্বাচন হতে পারে

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৩:৫৮:৫৩
২৩ মার্চ টাঙ্গাইল ৮ আসনে উপ-নির্বাচন হতে পারে

দ্য রিপোর্ট প্রতিবেদক : টাঙ্গাইল ৮ আসনে আগামী ২৩ মার্চ উপ-নির্বাচন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে প্রস্তুতিও নিয়েছে ইসি। খবর সংশ্লিষ্ট সূত্রের।

টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান গত ২০ জানুয়ারি মারা যান। এরপর ২২ জানুয়ারি সংসদ থেকে তার আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়। কমিশন ২২ জানুয়ারিই এ আসনটি শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করে। আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে এ শূন্য অসনে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

এ কারণে কমিশন আগামী ২১ মার্চ বা ২৩ মার্চ এ শূন্য আসনে উপ-নির্বাচন করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ২/১ দিনের মধ্যে এ আসনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএস/এমসি/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর