thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

সিকিউরেক্স কর্মকর্তা বাচ্চুর হত্যাকারী গ্রেফতার

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৪:৫০:৫২
সিকিউরেক্স কর্মকর্তা বাচ্চুর হত্যাকারী গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : সিকিউরেক্স কোম্পানির এ্যাকাউন্টস কর্মকর্তা সরদার রফিকুজ্জামান ওরফে বাচ্চু হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটিত হয়েছে। বাচ্চু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফাহরিনা মিষ্টিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর এই তথ্য দিয়েছে মহানগর পুলিশ।

সোমবার দুপুর পৌনে ১টায় ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এই তথ্য জানান।

মনিরুল ইসলাম জানান, রবিবার দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর খিলগাঁও থানার মাটির মসজিদ এলাকায় অভিযান চালিয়ে বাচ্চু হত্যার মূল হোতা মিষ্টিকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় খোয়া যাওয়া ল্যাপটপ, হত্যাকাণ্ডে ব্যবহৃত ফাহরিনা মিষ্টির ওড়না ও মোবাইল সেট উদ্ধার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মূলত বাচ্চু ও মিষ্টির পরকীয়া সম্পর্কের সূত্র ধরেই এই হত্যাকাণ্ড ঘটে। তারা দুজন বিবাহিত হলেও দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে বাচ্চু তাকে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করতে থাকে। বিভিন্ন সময় টাকা পয়সা ধার নিয়ে ফেরৎ না দেওয়াসহ নানা ঘটনায় তার উপর ক্ষোভ বাড়তে থাকে মিষ্টির।

সেই ক্ষোভ থেকেই পূর্ব পরিকল্পিতভাবে ফারহানা ওরফে মিষ্টি বাচ্চুকে হাত পা বেধে গলা কেটে হত্যা করে।

মনিরুল জানান, মিষ্টিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য গত বছরের ৩০ ডিসেম্বর সিকিউরেক্স কোম্পানির জেনারেল ম্যানেজার (এ্যাকাউন্ট) সরদার রফিকুজ্জামান ওরফে বাচ্চু তার দক্ষিণ কাফরুলের ভাড়া বাসায় (বাসা নং ৪৫৯/১ ৫ম তলা) নৃশংসভাবে খুন হন।

পরে হাত পা বাধা ও গলা জবাই করা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এএইচএ/এইচএসএম/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর