thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘নীল নকশার অংশ বিডিআর বিদ্রোহ নাটক’

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৫:১৬:০৫
‘নীল নকশার অংশ বিডিআর বিদ্রোহ নাটক’

দ্য রিপোর্ট প্রতিবেদক : নীল নকশার অংশ হিসাবেই বিডিআর বিদ্রোহের নাটক করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্যোগে সোমবার দুপুরে বিডিআর ট্র্যাজেডি স্মরণে ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনাদিবস ঘোষণার দাবিতে এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি এই দিনে জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানিয়ে বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।

(দ্যরিপোর্ট/এমএম/এইচএসএম/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর