thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

ফল প্রকাশের দাবিতে শাবিপ্রবির নৃবিজ্ঞানে তালা

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৫:২১:১০
ফল প্রকাশের দাবিতে শাবিপ্রবির নৃবিজ্ঞানে তালা

সিলেট অফিস : ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ফল প্রকাশের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের সব ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। ফলপ্রার্থী শিক্ষার্থীরা সোমবার সকাল ১০টায় তালা ঝুলিয়ে দেন।

নৃবিজ্ঞান বিভাগের সহকারী প্রফেসর আ ফ ম জাকারিয়া ক্লাসরুমে তালা লাগানোর বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, বিষয়টি সুরাহার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনকারী মিঠুন গোস্বামী জানান, ফল প্রকাশে বিলম্ব হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। এ ছাড়া নৃবিজ্ঞান বিভাগের সামনে তারা বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও জানান এই শিক্ষার্থী।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/এএস/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর