thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

হরতালে টিসিবির বিক্রয়সেবা বন্ধ, ভোগান্তিতে মানুষ

২০১৩ নভেম্বর ০৪ ২০:২২:১৫
হরতালে টিসিবির বিক্রয়সেবা বন্ধ, ভোগান্তিতে মানুষ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালে বন্ধ রয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ পণ্য বিক্রয়সেবা। এতে দুর্ভোগের শিকার হচ্ছে নিন্ম আয়ের মানুষেরা। নিরাপত্তা সমস্যায় টিসিবির ডিলাররা মালামাল বিক্রি না করায় এ সমস্যা সৃষ্টি হয়েছে।

রাজধানীর প্রায় ৩০টি পয়েন্টে ‍ঘুরে কোথাও টিসিবি পণ্য বিক্রির ভ্রাম্যমাণ ট্রাক দেখা যায়নি।

এই বিষয়ে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সারওয়ার জাহান তালুকদার এনডিসি, পিএসসির দ্য রিপোর্ট২৪কে বলেন, ‘হরতালে সীমিত হয়ে পড়েছে টিসিবির বিক্রয়সেবা কার্যক্রম। হরতাল শেষ হলে আবারও যথানিয়মে চলবে এ কার্যক্রম।’

অবশ্য প্রকাশে অনিচ্ছুক টিসিবির এক দায়িত্বশীল কর্মকর্তা চেয়ারম্যানের বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বলেন, ‘হরতালে ভ্রাম্যমাণ ট্রাক সেলের কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।’

টিসিবি রাজধানীর প্রায় ৩০টি পয়েন্টে প্রতিদিন প্রতিদিন ৬০ হাজার কেজি চিনি, মশুর ডাল, পেয়াজ ও ভোজ্য তেল বিক্রয় করে থাকে। স্থানগুলো হলো- প্রেসক্লাব, সচিবালয়ের গেইট, কাপ্তান বাজার, শাপলা চত্বর, শান্তিনগর বাজার, শাহ আলী মিরপুর-১, মিরপুর-১০ ও পল্লবী, শেওড়াপাড়া, আগার গাঁ, মোহাম্মদপুর টাউন হল, বাসাবো, জিগাতলা, রামপুরা, মালিবাগ, গুলশান নতুনবাজার, মাদারটেক, আব্দুল্লাপুর উত্তর, শাহজাহানপুর বাজার, ফার্মগেইট, মতিঝিল বিমান অফিস, দিলকুশা মতিঝিল, এজিবি কলোনিবাজার, ফকিরাপুল বাজার, মহাখালী কাঁচাবাজার, পলাশী ও ছাপরা বাজার, জুরাইন বাজার, যাত্রাবাড়ী, খিলগাঁও রেলগেইট, কল্যাণপুর এবং নিউমার্কেট মোড়। সোমবার এসব এলাকার কোথাও টিসিবির ভ্রাম্যমাণ বিক্রয়সেবা কার্যক্রম চোখে পড়েনি।

(দিরিপোর্ট২৪কম/আমিনুল/আইজেকে/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর