thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শিক্ষক জেলহাজতে

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৫:৫৮:৩৮
পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শিক্ষক জেলহাজতে

নোয়াখালী প্রতিনিধি : দাখিল পরীক্ষায় জালিয়াতির অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় এক মাদ্রাসা শিক্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতের আদেশে সোমবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

অভিযুক্তের নাম আবদুল খালেক ভূঁইয়া। তিনি উপজেলার প্রীতমপুর রফিক উল্ল্যা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বলেন, ‘ওই শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষায় অপরাধের আইনে মামলা করা হয়েছে।’

মামলা সূত্রে জানা যায়, রবিবারে শুরু হওয়া দাখিল পরীক্ষায় প্রবেশপত্রের ছবি স্থানান্তরের মাধ্যমে আবদুল খালেক তিন শিক্ষার্থীকে সোনাইমুড়ি পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসেন। হল পরিদর্শক বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন।

(দ্য রিপোর্ট/এইউএম/একে/এসকে/এএইচ/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর