thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেনাপোলে দুই মাদক ব্যবসায়ী আটক

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৬:০৭:০২
বেনাপোলে দুই মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল সংবাদদাতা : যশোরের বেনাপোলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। সোমবার সকালে তাদের আটক করা হয়।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বেনাপোল রেলগেট এলাকায় অভিযান চালিয়ে সকালে আশরাফুল ইসলামকে (২০) আটক করা হয়। তার কাছ থেকে ছয় শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আশরাফুলের বাড়ি বেনাপোলের রঘুনাথপুর গ্রামে। তার বাবার নাম ইসলাম।

এদিকে ভবেরবেড় গ্রামে সকালে অভিযান চালিয়ে মোশাররফ হোসেন (৪১) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। তার কাছ থেকে এক কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। মোশাররফ হোসেনের বাড়ি রঘুনাথপুর গ্রামে। তার বাবার নাম জালাল হোসেন।

পোর্ট থানার এসআই শোয়েব আহমদ জানান, আটকদের আদালতে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/জেএইচ/একে/এএস/এএইচ/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর