thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘লোডশেডিং বলতে কোনো কথা থাকবে না’

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৬:১৬:০৮
‘লোডশেডিং বলতে কোনো কথা থাকবে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : লোডশেডিং বলতে কোনো কথা থাকবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

রাজধানীর আদাবরে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জাপান গার্ডেন সিটিতে ৩৩/১১ কেভি জিআইএস উপকেন্দ্র ও নেটওয়ার্ক অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, ‘দশম জাতীয় সংসদ গঠন হওয়ার পর থেকে আমরা যেভাবে এ সেক্টরে কাজ করছি তাতে লোডশেডিং বলতে কোনো কথা থাকবে না।’

তিনি বলেন, ‘দেশে বর্তমানে ৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে। বর্তমানে প্রায় ১১ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হচ্ছে। ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ অতিরিক্ত থাকছে।’ এ ছাড়া ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিপিডিসির (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) চেয়ারম্যার তাপস কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানাক, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম ও ডিপিডিসির এমডি নজরুল হাসান।

(দ্য রিপোর্ট/কেএ/এফএস/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর