thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

জাপার প্রতিনিধি সভার তারিখ ৪ বার বদল

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৬:৫১:১৪
জাপার প্রতিনিধি সভার তারিখ ৪ বার বদল

দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশে জেলা প্রতিনিধিদের নিয়ে বৈঠক করতে ৪ বার তারিখ বদল করলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সর্বশেষ সোমবার এরশাদের প্রেস এ- পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এরশাদেরই বরাত দিয়ে বৈঠকের তারিখ ঘোষণা করেন ১২ ফেব্রুয়ারি।

সুনীল শুভরায় বলেন, ‘১২ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় গুলশান-২ এ অবস্থিত ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাপার বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।’

এর আগে জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার ৫ ফেব্রুয়ারি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন। পরে একে একে ৬ ও ৮ ফেব্রুয়ারি বৈঠকের তারিখ ঘোষণা করেও তা পরিবর্তন করেন এরশাদ।

সর্বশেষ ১২ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার অনুরোধ জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/ সাআ/এনডিএস/এএইচ/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর