thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সন্ধ্যায় ঢাকা মহানগর নেতাদের সঙ্গে বসছেন খালেদা জিয়া

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৭:০০:৫৭
সন্ধ্যায় ঢাকা মহানগর নেতাদের সঙ্গে বসছেন খালেদা জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন করে আন্দোলন শুরু করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা মহানগর কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ বৈঠক হবে। এর মাধ্যমে খালেদা জিয়া ঢাকা মহানগর কমিটিকে ঢেলে সাজানোর কাজ শুরু করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম এ বৈঠকের কথা জানিয়েছেন। তবে নতুন কমিটির বিষয়ে তিনি বলেন, ‘সবকিছু ম্যাডাম সিদ্ধান্ত নেবেন।’

নির্বাচনের আগে দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলনে তৃণমূলের নেতাকর্মীরা মাঠে থাকলেও ঢাকার নেতারা ছিলেন অনুপস্থিত। এ জন্য তৃণমূলের কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। কিন্তু আন্দোলনে ব্যত্যয় ঘটতে পারে মনে করে ঢাকার কমিটি পাল্টানোর কথা আলোচনায় আসেনি। তবে তিন মাস পর দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রায় সব সদস্যের সঙ্গে খালেদা জিয়াও ঢাকার কমিটি পাল্টানোর বিষয়ে কথা বলেন।

জানা গেছে, বর্তমান কমিটি ব্যর্থ হওয়ার পর সরকারবিরোধী আন্দোলনে খালেদা জিয়া নিজে ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের আন্দোলনে যোগ দেওয়ার নির্দেশ দিলেও তারা তা পালন করেননি। উল্টো নির্দেশ অমান্য করে নেতারা গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। এসব কারণেই নতুন কমিটি গঠন করা হচ্ছে।

সূত্র জানায়, নতুন কমিটির আহ্বায়ক হিসেবে স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়ের নাম শোনা যাচ্ছে। তবে স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের কথা শোনা গেলেও ‘আব্বাস- খোকা’ বিতর্কের কারণে তাকে দায়িত্ব দেওয়া নাও হতে পারে বলে দলীয় সূত্র ইঙ্গিত দিয়েছে।

আর সদস্য সচিব হিসেবে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ খান খোকন, এমএ কাইয়ুমের নাম শোনা যাচ্ছে।

এ ছাড়া যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, বরকতুল্লাহ বুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী সোহেল, যুবদল নেতা আব্দুস সালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দীন আহমেদ, আবুল বাশারসহ ২১ জন নতুন কমিটির তালিকায় থাকতে পারেন বলে জানা গেছে।

জানা গেছে, নতুন কমিটির দায়িত্ব নেওয়ার জন্য ইতোমধ্যেই দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে অনুরোধ করা হয়েছে। তবে অসুস্থতাজনিত কারণে তিনি এ দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছেন।

বিএনপি সূত্র জানায়, নতুন কমিটিকে এক মাসের মধ্যে ওয়ার্ড ও থানা পর্যায়ের সব কমিটি গঠন করার নির্দেশনা থাকবে।

এ প্রসঙ্গে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া জানিয়েছেন, পরবর্তী আন্দোলন গতিশীল করতেই ঢাকা মহানগর বিএনপিতে পরিবর্তন আনা হচ্ছে। তবে নতুন কমিটিতে দলের ত্যাগী নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লেখ্য, ২০১১ সালের ১৪ মার্চ রাতে সৌদি আরবে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে বিমানবন্দর থেকে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক এবং দলের অর্থ সম্পাদক আবদুস সালামকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন খালেদা জিয়া। কমিটি গঠনের ছয় মাসের মধ্যে মহানগরের সব ওয়ার্ড ও থানা পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা থাকলেও তা পালনে অনেকাংশে ব্যর্থ হয় এ কমিটি।

(দ্য রিপোর্ট/টিএস/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর