thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

‘১৮ দলের কর্মকাণ্ডে শিল্পখাতে ৭ হাজার কোটি টাকার ক্ষতি’

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৭:০৪:০১
‘১৮ দলের কর্মকাণ্ডে শিল্পখাতে ৭ হাজার কোটি টাকার ক্ষতি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের কর্মসূচিতে শিল্পখাতে সাত হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সোমবার মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অরাজনৈতিক, ধ্বংসাত্মক ও জনবিচ্ছিন্ন কার্যক্রমের ফলে বাংলাদেশের চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন মিল-প্রতিষ্ঠানে এক কোটি ২৮ লাখ ৮৭ হাজার ৭০ টাকা ক্ষতি হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরীগুলোর বেসরকারি খাতে উৎপাদনরত চার হাজার ২৫৪টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প-কারখানায় পণ্য উৎপাদন, উৎপাদিত পণ্য বিপণন ও পরিবহন কাজ বিভিন্নভাবে বিঘ্নিত হওয়ায় আনুমানিক সাত হাজার ১৫০ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এম আবদুল লতিফের এক প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী বলেন, ‘দেশে সময় উপযোগী নতুন শিল্পনীতি প্রণয়নের পরিকল্পনা সরকারের আছে। স্বাধীনতা পরবর্তী ১৯৭৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত নয়টি শিল্পনীতি প্রণয়ন করা হয়েছে। শিল্পনীতি-২০১০কে যুগোপযোগী করার লক্ষ্যে ২০১৫ সাল নাগাদ একটি শিল্পনীতি তৈরির পরিকল্পনা সরকারের আছে। এ উদ্দেশ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে যারা শিল্পনীতি প্রণয়নের লক্ষ্যে কাজ শুরু করেছে।’

স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের উত্তরে আমির হোসেন আমু বলেন, ‘বিগত ৫ বছরে বিসিকের মাধ্যমে ৭১৭ জন উদ্যোক্তার অনুকূলে ১৪৫ দশমিক ৪৮ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে।’

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এসকে/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর