thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

জনগণ দুই দলকেই প্রত্যাখ্যান করেছে : রব

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৭:০৭:৪৭
জনগণ দুই দলকেই প্রত্যাখ্যান করেছে : রব

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক গতি-প্রকৃতিতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। জনগণ আওয়ামী লীগ-বিএনপি দুই দলকেই প্রত্যাখ্যান করেছে। কারণ তারা আজ তৃতীয় রাজনৈতিক শক্তি চায়। তারা নতুনধারার রাজনীতি ও নেতৃত্ব চায়।’

সোমবার দুপুরে জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ের হল রুমে জাতীয় স্বেচ্ছাসেবক পরিষদের কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ সব কথা বলেন।

আ স ম রব বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়ে জনগণ যেমন প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করেনি, তেমনি বর্তমান অবস্থা পরিবর্তনের উপযোগী কর্মসূচি না দিতে পারার কারণে বিএনপি জোটের আহূত আন্দোলনেও জনগণ সাড়া দেয়নি। তাদের দীর্ঘদিনের এ চাওয়া বাস্তব রূপ দেওয়ার আজ সুযোগ সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘এ জন্য আজ সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে। জাতীয় স্বেচ্ছাসেবক পরিষদ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে বলে আশা করি।’

মো. রিয়াজুল মোরশেদ টিটুর সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, এমএ গোফরান। বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, মোড়ল জিয়াউর রহমান প্রমুখ।

সম্মেলনে মো. রিয়াজুল মোর্শেদ টিটুকে আহ্বায়ক এবং মো. আবদুল্লাহ আল মামুন রনি, এসএম বেলায়েত হোসেন(তরুণ বন্ধু) ও ওবায়েদুর রহমান জসিকে যুগ্ম-আহ্বায়ক করে জাতীয় স্বেচ্ছাসেবক পরিষদের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

(দ্য রিপোর্ট/সাআ/এপি/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর