thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বগুড়ায় পিস্তলসহ গ্রেফতার ২

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৭:৩৩:১২
বগুড়ায় পিস্তলসহ গ্রেফতার ২

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- শহরের চকলোকমান এলাকার শেখ নিজাম উদ্দীনের ছেলে কামরান শেখ (৩০) ও মালতিনগর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে তুহিন (২৮)।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) গাজীউর রহমান দ্য রিপোর্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মালতিনগর এলাকায় তুহিনের বাসায় গোপন বৈঠক চলাকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তুহিনের বাসায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এএইচ/এফএস/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর