thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

সংসদে শিল্পমন্ত্রী

শিল্প মন্ত্রণালয়ের ২৪ প্রতিষ্ঠান অলাভজনক, বন্ধ ৯

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৭:৩৪:৫৬
শিল্প মন্ত্রণালয়ের ২৪ প্রতিষ্ঠান অলাভজনক, বন্ধ ৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন করপোরেশনের আওতাধীন ও নিয়ন্ত্রিত মোট ৪৮টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে আর্থিকভাবে অলাভজনক ২৪টি এবং ধারাবাহিক লোকসানের ফলে বন্ধ রয়েছে নয়টি শিল্প প্রতিষ্ঠান। দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সোমবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ তথ্য জানান।

এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশেরনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন ১৮টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ১৩টি প্রতিষ্ঠান চালু রয়েছে এবং ৫টি প্রতিষ্ঠান বন্ধ অবস্থায় রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘চালু থাকা ১৩টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ২০১৩-১৪ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যমুনা ফার্টিলাইজার কোং. লি. (জেএফসিএল), আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোং. লি. (এএফসিসিএল), পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লি. (পিইউএফএফএল) ও উসমানিয়া গ্লাসশিট ফ্যাক্টরি লি. (ইউজিএসএফএল) প্রতিষ্ঠান চারটি সাময়িক হিসাব অনুসারে লাভজনক ছিল।’

শিল্পমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী অলাভজনক ৯টি প্রতিষ্ঠান হল- চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল), ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লি. (ইউএফএফএল), ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লি. (এনজিএফএফএল), ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লি. (ডিএপিএফসিএল), টিএসপি কমপ্লেক্স লি. (টিএসপিসিএল), কর্ণফুলী পেপার মিলস লি. (কেপিএমএল), ছাতক সিমেন্ট কোং লি. (সিসিসিএল), বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি লি. (বিআইএসএফ) ও খুলনা হার্ডবোর্ড মিলস লি. (কেএইচবিএম)।

ক্রমাগত লোকসান ও অর্থনৈতিকভাবে অলাভজনক হওয়ায় বন্ধ থাকা পাঁচটি শিল্প প্রতিষ্ঠান হল- খুলনা নিউজপ্রিন্ট মিলস লি. (কেএনএমএল), নর্থবেঙ্গল পেপার মিলস লি. (এনবিপিএমএল), চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স (সিসিসি), কর্ণফুলী রেয়ন অ্যান্ড কেমিক্যালস লি. (কেআরসিএল) ও ঢাকা লেদার কোং লি. (ডিএলডিএল)।

শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন ১৫টি চিনিকল- পঞ্চগড় চিনিকল লি., ঠাকুরগাঁও চিনিকল লি., সেতাবগঞ্জ চিনিকল লি., শ্যামপুর চিনিকল লি., রংপুর চিনিকল লি., জয়পুরহাট চিনিকল লি., রাজশাহী চিনিকল লি., নাটোর চিনিকল লি., নর্থবেঙ্গল চিনিকল লি., পাবনা চিনিকল লি., কুষ্টিয়া চিনিকল লি., কেরু অ্যান্ড কোং (বিডি) লি. (সুগার ইউনিট), মোবারকগঞ্জ চিনিকল লি., ফরিদপুর চিনিকল লি. ও জিলবাংলা চিনিকল লি. বর্তমানে আর্থিকভাবে লোকসানে রয়েছে।

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) নিয়ন্ত্রণে বর্তমানে ১৩টি শিল্প প্রতিষ্ঠানের নয়টি প্রতিষ্ঠান চালু রয়েছে। চালু থাকা শিল্প প্রতিষ্ঠানের মধ্যে প্রগতি ইন্ডাস্ট্রিজ লি. চিটাগাং ড্রাইডক লি., গাজী ওয়্যারস লি., ইস্টার্ন কেবলস লি., এটলাস বাংলাদেশ লি., ন্যাশনাল টিউবস লি. লাভজনক অবস্থায় রয়েছে বাকি তিনটি- জিইএম কোং লি., ইস্টার্ন টিউবস লি. ও বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লি. প্রতিষ্ঠান তিনটি আর্থিকভাবে অলাভজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া বিএসইসি’র চারটি প্রতিষ্ঠান- ঢাকা স্টিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ স্টিল ইন্ডাস্ট্রিজ লি., রহিম মেটাল ইন্ডাস্ট্রিজ লি. ও বাংলাদেশ ক্যান কোম্পানি লি. আইনগত জটিলতা এবং লোকসানের কারণে বন্ধ রয়েছে।

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এসকে/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর