thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

জাকা আশরাফ বরখাস্ত

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৭:৪৪:৪২
জাকা আশরাফ বরখাস্ত

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ক্রিকেট বোর্ড (পিসিবি)’র চেয়ারম্যান জাকা আশরাফকে বরখাস্ত করেছেন। সেই সঙ্গে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছে, পিসিবির যাবতীয় ব্যাপার দেখভাল করবে।

শরীফ পিসিবির প্যাট্রন ইন চীফ, অ্যাড-কমিটিতে রয়েছেন নাজাম সেথি, শাহরিয়ার খান, ইকবাল কাশেম এবং জহির আব্বাসকে। কমিটির সদস্য ইসলামাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাকিল জানিয়েছেন, ‘আইসিসি সম্প্রতি যে পরিবর্তন করেছে সেখানে আশরাফ ব্যাপারগুলো সঠিকভাবে তদারকি করতে পারেননি।

গত শনিবার সিঙ্গাপুরে আইসিসির পালাবদলের প্রস্তাবনার বিপক্ষে ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। যেখানে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্ষমতার শীর্ষে অবস্থান করছে। তবে এই প্রস্তাবে ভোট দিয়েছে ৮টি পূর্ণ সদস্য। ১০ সদস্যের ৮টিই ভোট দেওয়ায় বিতর্কিত প্রস্তাবটি পাস হয়েছে।

শ্রীলঙ্কা সময় নিয়েছে প্রস্তাবনার ব্যাপারগুলো খতিয়ে দেখতে। গত বছর আশরাফ বরখাস্ত হয়েছিলেন। এরপর তিনি গত মাসে আবারও পদ ফিরে পেয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চের বিবেচনায়। দুর্ভাগ্য, ফিরে পদে স্থীয় হতে পারলেন না তিনি।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর