thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

নারায়ণগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৮:১০:২৫
নারায়ণগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের পাগলা এলাকায় সড়কের পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।

এ সময় উপস্থিত ছিলেন সদর এসিল্যান্ড মো. নুরুজ্জামান, কানুনগো মোখলেছুর রহমান, সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান প্রমুখ। ফতুল্লা মডেল থানা ও পুলিশ লাইনসের পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

ছয়টি দোকানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগে মো. দাইয়ানকে দুই হাজার টাকা ও উচ্ছেদে বাধা দেওয়ার অভিযোগে আনোয়ার হোসেনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট গাউসুল আজম জানান, যোগাযোগমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের তত্ত্বাবধানে সকাল থেকে পাগলা এলাকায় সড়কের দুপাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। অবৈধ স্থাপনাগুলোর বেশিরভাগই ছিল দোকান ও বসতঘর। উচ্ছেদে বাধা দেওয়ায় একজনকে ৫০০ টাকা ও অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় অপরজনকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বেশ কিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন বিদ্যুৎ বিভাগের লোকজন। অভিযানকালে আফসার করিম প্লাজার লোকজন উচ্ছেদে বাধা প্রদান করে। ওই মার্কেটটি ১নং খাস খতিয়ানের চার ডেসিমাল জায়গা দখল করে রেখেছে। রবিবার এ বিষয়ে মাপজোকের পরে উচ্ছেদ করা হবে।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর