thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

শিল্ড জিতলেই ২৫ হাজার ডলার

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৮:৪৩:৪৮
শিল্ড জিতলেই ২৫ হাজার ডলার

দ্য রিপোর্ট প্রতিবেদক: কলকাতা মোহনবাগনকে হারিয়ে আইএফএ শিল্ডের সেমিফাইনালে উঠার পর শেখ জামালের খেলোয়াড়দের ১০ হাজার ডলার পুরস্কার দিয়েছিলেন ক্লাব সভাপতি মনজুর কাদের। ফাইনালে উঠতে পারলে আরও ১০ হাজার ডলার, শিরোপা জিততে পারলে ২৫ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষাণাও দিয়েছেন তিনি। কাজটা মোটেই সহজ নয়, সেমিফাইনালে ফেডারেশন কাপ জয়ীদের প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল এফসি। গতবার রানার্স-আপ হলেও ক্লাবটি আসরের শিরোপা ঘরে তুলেছে ৩০ বার।

তারপরও আশাবাদী সভাপতি মঞ্জুর কাদের। লোভনীয় সব পুরস্কারের ঘোষণা দিয়ে খেলোয়াড়দের উজ্জীবিত রাখতে চাইছেন তিনি। সোমবার এমনটাই জানিয়েছেন দলের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল। মঙ্গলবার বেলা ৩টা ১৫ মিনিটে শুরু হবে সেমিফাইনাল। ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ভারতের স্টার জলসা মুভিস।

১৯৯৫ সালে ইস্ট বেঙ্গলের কাছে টাইব্রেকারে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল ঢাকা মোহামেডান। তাই ম্যাচ নিয়ে বেশ সতর্ক শেখ জামালের নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসি। শেষ ম্যাচে মোহনবাগানের বিপক্ষে যে ৩ জন বিদেশি খেলিয়েছিলেন তাদের রাখবেন মূল একাদশে। তবে ইনজুরির কারণে গোলরক্ষক জিয়ার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সোমবার মুঠোফোনে ক্লাবের প্রতিনিধি আবদুর গাফফার বলেছেন, ‘ম্যাচ নিয়ে আমরা আশাবাদী। সবকিছু ঠিক থাকলে আমরা ফাইনালে খেলব। কোচের ইচ্ছে শেষ ম্যাচের ৩ বিদেশে সনি নর্দে, ওয়েডসন ও এমেকা ডার্লিংটনকে নিয়ে একাদশ সাজানোর। কিন্তু ইনজুরির কারণে গোলরক্ষক জিয়ার খেলার সম্ভাবনা কম।’

সেমিফাইনালের আগে সোমবার অনুশীলন নিয়ে হয়রানির শিকার হতে হয়েছে অভিজাত পাড়ার দলটিকে। এ বিষয়ে আবদুল গাফফার জানিয়েছেন, ‘অনুশীলনের জন্য আমাদের ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। এ বিষয়ে টুর্নামেন্ট কমিটির সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তবে এটা কোনো সমস্য না; দেড়িতে হলেও দল অনুশীলন করেছে দল।’

শক্তির বিচারে প্রতিপক্ষ দলকে এগিয়ে রেখে তিনি আরও বলেছেন, ‘প্রতিপক্ষ দল শক্তিশালী। কিন্তু আমাদের দলের খেলোয়াড়রা যদি স্বাভাবিক খেলা খেলতে পারে তাহলে জয় পাব।’

শনিবার পশ্চিমবঙ্গের কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘বি’ র শেষ ম্যাচে বাঁচামরার লড়াইয়ে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়ে শেষ ৪ এর খেলা নিশ্চিত করেছিল জোসেফ আফুসির শিষ্যরা। এর আগে আইএফএ শিল্ডে বাংলাদেশের কোনো ফুটবল ক্লাব হারাতে পারেনি মোহনবাগানকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কলকাতা মোহামেডানের কাছে ২-১ গোলে হার দিয়েই যাত্রা শুরু হয়েছে শেখ জামালের। দ্বিতীয় ম্যাচে সিকিম ইউনাইটেডকে হারিয়ে টুর্নামেন্টে ফিরেছিল তারা।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর