thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বগুড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৮:৩৪:২৬
বগুড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূ নাহিদা আকতার পারভীনের (১৮) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার পুলিশ স্বামী শিমুল হোসেন মণ্ডলকে আটক করে।

শিমুল সদর উপজেলার পাটিতা পাড়ার নূর হোসেন মণ্ডলের ছেলে।

সিলিমপুর ফাঁড়ির ইনচার্জ (এসআই) রায়হান বলেন, ‘সোমবার ভোরে নাহিদাকে তার স্বামী ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে মারধোর করে। এতে নাহিদা গুরুতর আহত হয়। আহতাবস্থায় সকাল সাড়ে ৯টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ফাঁড়ি পুলিশ স্বামী শিমুল হোসেন মণ্ডলকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুপুর ১২টায় আটক করে।

(দ্য রিপোর্ট/এএইচ/এফএস/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ১০, ২১০৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর