thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চুয়াডাঙ্গায় সাড়ে ৬ কোটি টাকার মালামাল আটক

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৮:৪৫:৫১
চুয়াডাঙ্গায় সাড়ে ৬ কোটি টাকার মালামাল আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ভারত থেকে পাচার হয়ে আসা প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের শাড়ি, থ্রি-পিস ও ওষুধসহ বিভিন্ন প্রকারের মালামাল উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোরে মাগুরা জেলার আড়পাড়া থেকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা এ সব মাল উদ্ধার করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও ওষুধসহ বিভিন্ন মাল উদ্ধার করা হয়।

আটক মালামাল ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। এ সব মালের আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা বলে জানিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/এআই/এফএস/এএস/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর