thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

২০১৩ নভেম্বর ০৪ ২১:৩০:৩৭
হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১৮ দলীয় জোটের ডাকা হরতালে নিহতের ঘটনায় হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।

জাতীয় সংসদে সোমবার ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

মহীউদ্দীন খান বলেন, ‘বিরোধী দলের অনৈতিক হরতালের সময় সহিংসতায় শেষ কয়েক দিনে যেসব লোক মারা গেছে তাদের মৃত্যুর জন্য এর নেপথ্যের নায়করা দায়ী। যথাসময়ে নেপথ্যের নায়ক ও তাদের সাঙ্গ-পাঙ্গদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী সাক্ষ্যপ্রমাণ সাপেক্ষে ৩০২, ৩০৪ ও ৩০৭ ধারায় মামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।’

এর আগে পয়েন্ট অব অর্ডারে সরকারদলীয় সংসদ সদস্য আব্দুল মতিন খসরু বলেন, ‘গত কয়েকদিন ১৮ দলের টানা হরতালে বেসরকারি ভাবে ১৯ জন খুন হয়েছে। স্বররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই ৯০ ভাগ মানুষ ভোট দিয়ে আপনাদের সংসদে পাঠিয়েছে। বেগম খালেদা জিয়াকে এসব হত্যাকাণ্ডের মূল আসামি করে মামলা করেছেন কিনা?’

উত্তরে মহীউদ্দীন খান বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে গত ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পযর্ন্ত বিএনপি এবং শিবিরের নেতৃত্বে সশস্ত্র হামলায় বিভিন্ন সহিংস ঘটনায় সবর্শেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ১৮ জন নিহত হয়েছেন। অভ্যন্তরীণ কোন্দলে জমিজমার বিরোধ ইত্যাদিকে কেন্দ্র করে আরও ৬ জন নিহত হয়েছেন। এছাড়াও সন্ত্রাসীরা এই কয়দিন ব্যাপক সহিংসতা চালিয়ে ১৬৭ নিরীহ জনগণকে আহত করে, ৮৭টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে ও ১০৯টি যানবাহন ভাঙচুরসহ অসংখ্য ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং আতঙ্ক সৃষ্টি করে।’

(দিরিপোর্ট২৪/আরএইচ/আরএইচ/এনডিএস/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর