thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দুদকের অনুসন্ধানে ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৯:৩৮:৪৯
দুদকের অনুসন্ধানে ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস

পটুয়াখালী সংবাদদাতা : সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সহকারী একান্ত সচিব সৌমেন্দ্র লাল চন্দ শৈলেনের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। দুর্নীতি দমন কমিশনে হাজির হতে তাকে রবিবার চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে দুদক কার্যালয়ে।

শৈলেনের বিরুদ্ধে ৪০৩টি হজ এজেন্সির লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকার আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠেছে। এ ছাড়াও বিভিন্ন উপায়ে অর্থ আদায়ের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকার মালিক হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে দুদক।

ইতোমধ্যে অনুসন্ধান প্রক্রিয়ায় আয়কর নথি, ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালীন বিভিন্ন নথি হস্তগত করেছে তার ব্যাপারে অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আহসান আলী।

এ বিষয়ে জানতে সৌমেন্দ্র লাল চন্দ শৈলেনের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

(দ্য রিপোর্ট/বিডি/এপি/এএস/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর