thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

উপজেলা নির্বাচন

বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ বিএনপির

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৯:৫৩:৫৪
বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ বিএনপির

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথম পর্বের উপজেলা নির্বাচনে দলের একক প্রার্থী নির্ধারণে কেন্দ্র থেকে সরাসরি নির্দেশনা দিল বিএনপি। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় বিএনপির উপজেলা নির্বাচন মনিটরিং টিম আগামী ১৯ ফেব্রুয়ারির প্রথম পর্বেও ৯৭টি উপজেলার বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে এ নির্দেশনা দেন।

একক প্রার্থী নির্ধারণে টিমের ফলাফল জানাতে রাতেই মনিটরিং টিমের সদস্যদের গুলশানে দলের চেয়ারপারসনের কাছে যাওয়ার কথা রয়েছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে মনিটরিং টিমের ৫ সদস্য বৈঠকে বসেন। টিমের সদস্যরা হলেন- বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, বরকতউল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী আহমেদ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ।

টিম সূত্রে জানা যায়, বৈঠকে বসে মনিটরিং টিমের সদস্যরা প্রথমে যে সব উপজেলা নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী রয়েছে, তা চিহ্নিত করেন। এ সব উপজেলার সংশ্লিষ্ট জেলা নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সদস্যা সম্পর্কে অবগত হন। এর পর সংশ্লিষ্ট বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে মনিটরিং টিম সরাসরি টেলিফোনে যোগাযোগ করে কথা বলেন। এর পর সংশ্লিষ্ট প্রার্থীকে দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করে দলীয় ঐক্যবজায় রাখার বিষয়ে অবহিত করেন। তারপর দল সমর্থিত প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ঐক্যবদ্ধ চেষ্টার মাধ্যমে দলীয় প্রার্থীর বিজয়ে ভূমিকা রাখতে চেয়ারপারসনের পক্ষ থেকে নির্দেশ দেন।

সূত্র জানায়, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলে যাতে নতুন করে বিশৃঙ্খলা বা কোন্দল সৃষ্টি না হয়, সে ব্যাপারে লক্ষ্য রাখতে চেয়ারপারসন খালেদা জিয়া জেলা ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের বিশেষ নির্দেশ দিয়েছেন। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এ মুহূর্তে কোনো নেতাকে বহিষ্কার করতে চায় না। যত কম বহিষ্কারের মাধ্যমে একক প্রার্থীর পক্ষে সবার ঐক্যবদ্ধ কাজ আদায় করা যায়, সেটাই বিএনপির লক্ষ্য। সে কারণে বিদ্রোহী নেতাদের যতটা সম্ভব বুঝিয়ে-শুনিয়ে একক প্রার্থীর পক্ষে কাজ আদায়ের চেষ্টা চলছে।

টিমের সদস্য বিএনপির যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলু দ্য রিপোর্টকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

(দ্য রিপোর্ট/টিএস/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর