thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১,  ১৬ রবিউল আউয়াল 1446

লতিফ নেজামী আটকের পর মুক্ত

২০১৪ ফেব্রুয়ারি ১০ ২০:২০:৫৭
লতিফ নেজামী আটকের পর মুক্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মো. আবদুল লতিফ নেজামীকে আটকের দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।

রাজধানীর কেএম দাস লেনের গোলাপবাগের বাসা থেকে সোমবার সকাল ৯টায় তাকে আটক করে ওয়ারী থানা পুলিশ। এরপর ১১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

রাত ৮টার দিকে লতিফ নিজামী দ্য রিপোর্টকে বলেন, ‘আমার নামে বেশ কয়েকটি মামলা আছে। হয়ত এ কারণে আটক করেছিল। তবে আটকের দুই ঘণ্টা পর কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই আমাকে ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে ওয়ারি জোনের ডিসি ইলিয়াস শরিফ দ্য রিপোর্টকে বলেন, ‘আমি শুনেছি আমাদের এক এসআই তাকে আটক করেছিলেন। তবে এ আটক ভুল করে করা হয়েছে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

(দ্য রিপোর্ট/এনইউডি/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর