thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

আ.লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভা বুধবার

২০১৪ ফেব্রুয়ারি ১০ ২০:৩১:৩০
আ.লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভা বুধবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভা বুধবার সন্ধ্যা ৬টায় আহ্বান করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে এ বৈঠকের কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে ওই সভায় যথাসময় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও উপজেলা নির্বাচনের বিষয় নিয়ে এ জরুরি সভার আয়োজন করা হবে।

(দ্য রিপোর্ট/এইউএ/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর