thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

দাঁতের শুভ্রতায় লেবু

২০১৪ ফেব্রুয়ারি ১০ ২০:৪১:৫৬
দাঁতের শুভ্রতায় লেবু

দ্য রিপোর্ট ডেস্ক : দাঁতের দাগ ও বিবর্ণতা খুবই সাধারণ সমস্যা। এটা শুধু ব্যক্তিত্বকেই ক্ষতিগ্রস্ত করে না, আত্মবিশ্বাসও কমিয়ে দেয়।

অনেকে ভাবেন দাঁতের শুভ্রতা আনতে চিকিৎসকের কাছে যেতে হবে। কিন্তু এর জন্য তো অর্থকড়ি প্রয়োজন। সুখবর হল, আপনি চাইলে সামান্য খরচেই দাঁতে শুভ্রতা আনতে পারেন। এর জন্য আর কিছু নয়- লেবুই যথেষ্ট!

লেবু কচলে রস নিন। দাঁত ব্রাশ শেষে লেবুর রস দাঁতে ঘষে ধুয়ে নিতে পারেন। দিনে দুইবার এই পদ্ধতি অনুসরণ করুন।

এ ছাড়া দিনে একবার ড্রাই লেমন ব্যবহার করতে পারেন। একে পানির সঙ্গে মেশান এবং দাঁতে ম্যাসাজ করুন। এরপর ঠাণ্ডা পানিতে দাঁত পরিষ্কার করুন। দেখবেন তাৎক্ষণিকভাবে কী চমৎকার ফল পাওয়া যায়।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এসকে/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর