thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘দেরি করলে ঠিকাদারদের কার্যাদেশ বাতিল’

২০১৪ ফেব্রুয়ারি ১০ ২০:৫৪:৪৪
‘দেরি করলে ঠিকাদারদের কার্যাদেশ বাতিল’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঠিকাদাররা অকারণে কাজে দেরি করলে তাদের কার্যাদেশ বাতিল করে কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) প্রধান কার্যালয়ে সোমবার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।

নতুন করে আটটি স্টেশনে পোর্টেবল এক্সেল ইলেক্ট্রনিক ওয়েট মেশিন স্থাপনের প্রক্রিয়া চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের মাওনা, দৌলতদিয়া-ফরিদপুর-যশোর মহাসড়কের বাগেরহাটের নওয়াপাড়া, পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পঞ্চগড়, বুড়িমারি-লালমনিরহাট মহাসড়কের বড়খাতা, নবাবগঞ্জ-শিবগঞ্জ-সোনা মসজিদ-বালিয়াদিঘী সড়কের কয়রাবাড়ি, যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল, ঢাকা-উত্থুলী-কাশীনাথপুর-বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থানগড় ও সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জের খাগাইলে এ মেশিন স্থাপন করা হবে।’ এ ছাড়া বরিশাল-টেকেরহাট মহাসড়ক, রামু-টেকনাফ মহাসড়ক, কেরানীহাট-বান্দরবান মহাসড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের জানান, ১০০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় দেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো আগামী বর্ষা মৌসুমের আগেই সংস্কার করা হবে। এ ছাড়া সড়ক মেরামত ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করা হবে। নতুন ফেরী ও বেইলি ব্রিজ ক্রয় করে পুরনোগুলো পরিবর্তন করা হবে।

মন্ত্রী আরও জানান, ঢাকাসহ আশপাশের এলাকাগুলোতে মহাসড়কে চলাচলরত অনুমোদনবিহীন ইজিবাইক ও ব্যাটারিচালিত রিক্সাগুলোকে অন্য সড়কে স্থানান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. মফিজুল ইসলাম রাজ খানসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসকে/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর