thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

খালেদা জিয়ার সঙ্গে মহানগর নেতাদের মতবিনিময়

২০১৪ ফেব্রুয়ারি ১০ ২১:০৮:৩৬ ২০১৪ ফেব্রুয়ারি ১০ ২২:৫০:০০
খালেদা জিয়ার সঙ্গে মহানগর নেতাদের মতবিনিময়

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের ঢাকা মহানগর কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাত ৮টা ৫৫ মিনিটে এ মতবিনিময় সভা শুরু হয়। সভা শেষ হয় রাত পৌনে ১১টায়। মতবিনিময় সভায় ১১০ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার অনুপস্থিতে সদস্য সচিব আব্দুস সালামের নেতৃত্বে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ম-আহ্বায়ক এসএ খালেক, এমএ কাইয়ুম, সালাউদ্দিন আহমেদ, সাহাবুদ্দীন আহমেদ, আবু সাইদ খান খোকন, কাজী আবুল বাশার, নবী উল্লাহ নবী, আব্দুল আলিম নকি, মুন্সী বজলুল বাসিত আঞ্জু, আবু সাইদ মন্টু, আলী আজগর মাতব্বর, মীর হোসেন মীরু, সামসুল হুদা, ডা. নুরজাহান মাহবুব ।

এ ছাড়া মহানগরের ৪৯টি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন- রাবেয়া আক্তার, আতিকুল্লাহ মতিন, হযরত আলী, মীর আশরাফ আজম, এ জি এম সামসুল হক, আরিফুল ইসলাম, আফাজ উদ্দীন, মনি বেগম, গোলাম কিবরিয়া টিপু, গোলাম কিবরিয়া মাখন, দেলোয়ার হোসেন দিলু, অ্যাডভোকেট আক্তার হোসেন প্রমুখ।

এদিকে সরকারবিরোধী আন্দোলনে রাজপথে না থাকলেও খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময় উপলক্ষে মহানগরের কর্মীরা গুলশান কার্যালয়ের সামনে জড়ো হয়। খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশের সময় প্রধান ফটকের সামনে স্লোগান স্লোগানে মাতিয়ে তোলে কার্যালয়ের আশপাশের এলাকা।

প্রসঙ্গত, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বর্তমানে কারাগারে রয়েছেন। গত বছর ৪ ডিসেম্বর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আটক হন তিনি। এ ছাড়া মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক চৌধুরী আলম নিখোঁজ রয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর