thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

প্রচারণায় সরব দুই উপজেলার প্রার্থীরা

২০১৪ ফেব্রুয়ারি ১০ ২১:২০:৩৯
প্রচারণায় সরব দুই উপজেলার প্রার্থীরা

কুষ্টিয়া প্রতিনিধি : জেলার দুই উপজেলা কুষ্টিয়া সদর ও ভেড়ামারায় ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। ঘনিয়ে আসছে নির্বাচনের দিন। প্রচারণায় সরব হয়ে উঠেছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে ও নির্বাচনে বিজয়ী হতে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়ি ভেড়ামারায়। আর আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের কুষ্টিয়া সদর উপজেলায়। দুই হেভিওয়েট নেতার এলাকার নির্বাচন স্থানীয়দের মাঝে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উপজেলার গ্রামগঞ্জ, বাজার ও চা স্টলগুলোয় চলছে আলোচনার ঝড়। সমর্থক ও ভোটারদের মধ্যে চলছে জয়-পরাজয়ের হিসাব-নিকাশ।

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন চারজন। দলীয় সিদ্ধান্তে ইতোমধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম সরে দাঁড়িয়েছেন। এখন জাকির হোসেন একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে এই উপজেলায় প্রতিদ্বন্দ্বিতার মাঠে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এফ এম আমিনুল হক এবং জামায়াতে ইসলামী সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোশাররফ হুসাইন।

এ ছাড়া তিনজন পুরুষ ও দুজন মহিলা প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ ছয় প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুষ্টিয়া সদর উপজেলায় মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৫ হাজার ৩২২ ও নারী ভোটারের সংখ্যা এক লাখ ৬৮ হাজার ২৭২ জন। উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ১২৭টি। ভেড়ামারায় মোট ভোটার এক লাখ ৩১ হাজার ২৩২ জন। এর মধ্যে পুরুষ ৬৪ হাজার ৭০৩ জন ও নারী ভোটারের সংখ্যা ৬৬ হাজার ৪২৯ জন। ভোটকেন্দ্র রয়েছে ৪৮টি।

জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুজিব-উল-ফেরদৌস দ্য রিপোর্টকে বলেন, ‘সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকেও নজর রাখা হচ্ছে।’

(দ্য রিপোর্ট/ এফএপি/ একে/ এইচএসএম/এনআই/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর