thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিশিষ্ট সমাজবিজ্ঞানী রঙ্গলাল সেন আর নেই

২০১৪ ফেব্রুয়ারি ১০ ২১:৩১:০৩
বিশিষ্ট সমাজবিজ্ঞানী রঙ্গলাল সেন আর নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. রঙ্গলাল সেন আর নেই। সোমবার বিকেলে চট্টগ্রামের একটি হাসপাতালে কিডনি সমস্যাসহ বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য ছাত্র-ছাত্রী এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধ্যাপক রঙ্গলালের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষককে হারিয়েছে যার স্থান সহজে পূরণ হওয়ার নয়। সহকর্মী, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে রাখা হবে।

গবেষক রঙ্গলাল সেনের জন্ম ১৯৩৩ সালের ২৪ সেপ্টেম্বর সিলেটের মৌলভীবাজারে। ড. রঙ্গলাল সেন তার কর্মজীবনে ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ২০০২ সাল পর্যন্ত তিনি এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন।

কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক, বিভাগীয় চেয়ারম্যান, জগন্নাথ হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয় সিনেট ও একাডেমি পরিষদের সদস্য হিসাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখেন। তিনি দেশে সমাজবিজ্ঞান শিক্ষার বিস্তার ও গবেষণার ক্ষেত্রে যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেট জাতীয় অধ্যাপক রঙ্গলাল সেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় রাষ্ট্রপতি এই জাতীয় অধ্যাপকের বর্ণাঢ্য পেশাগত জীবনের কথা স্মরণ করে বলেছেন, ‘তার পরলোকগমনে জাতি এক ত্যাগী শিক্ষাবিদকে হারিয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ বিজ্ঞানী ও গবেষক জাতীয় অধ্যাপক রঙ্গলাল সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিশিষ্ট চিন্তাবিদ অধ্যাপক রঙ্গলাল সেন শিক্ষা, সমাজ উন্নয়ন ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে বিরাট অবদান রেখে গেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড এবং পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর স্বাধীনতার সপক্ষের এবং প্রগতিশীল ছাত্রশক্তির জন্য ড. রঙ্গলাল সেন ছিলেন একটি আশ্রয়।’

অধ্যাপক রঙ্গলাল সেনের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এএস/এইচএসএম/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর