thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

১০ যুগ্ম-সচিবের দফতর বদল

২০১৪ ফেব্রুয়ারি ১০ ২২:০১:৪০

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রশাসনে ১০ যুগ্ম-সচিবের দফতর বদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশ নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সৈয়দ নেছার আহমেদ রুমীকে প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক, বিদ্যুৎ বিভাগের হারুন-উর-রশীদকে বাণিজ্য মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ ইকনোমিক গ্রোথ প্রোগ্রাম’ প্রকল্পের পরিচালক, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফরিদ আহমেদ ভূঞাকে কক্সবাজারের শরনার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিবদের মধ্যে শেখ মুজিবুর রহমানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, মো. মাহবুব-উল-আলম ও বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত মোহাম্মদ শফিক উল্লাহকে বিদ্যুৎ বিভাগের যুগ্ম-সচিব, আনিছ আহমেদকে প্রতিযোগিতা কমিশনের সচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত, ড. মো. আলী আকবরকে মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের পরিচালক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত, অঞ্জলী রাণী চক্রবর্তীকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক, মো. মোস্তাফিজুর রহমান মৃধাকে সরকারি কর্মকমিশন সচিবালয়ের পরিচালক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/একে/এসকে/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর