thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

পাহাড়ের বুকে সেনাবাহিনীর পাঠশালা

২০১৪ ফেব্রুয়ারি ১০ ২২:২৯:০১
পাহাড়ের বুকে সেনাবাহিনীর পাঠশালা

রাঙ্গামাটি প্রতিনিধি : পাহাড়ের বুকে শিশুদের শিক্ষার আলো দিতে ‘পাঠশালা’ নামে নতুন শিক্ষা কার্যক্রম চালু করেছে রাঙামাটি সদর সেনা জোন।

জোন কমান্ডার লে. কর্নেল সাজ্জাদ হোসেন সোমবার দুপুরে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ৬০ জন খুদে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।

জেলার কাউখালী, ঘাগড়া ও শুভলংয়ে এ পাঠশালার কার্যক্রম চলছে।

লে. কর্নেল সাজ্জাদ বলেন, ‘বঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় আনা এ কর্মসূচির উদ্দেশ্য। পাহাড়ের বুকে শিক্ষার আলো জ্বালাতে ‘পাঠশালা’ কাজ করে যাবে।’

(দ্য রিপোর্ট/এমএ/একে/এসকে/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর