thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

তামিমের পদত্যাগ, ব্যাখ্যা দিল বিসিবি

২০১৪ ফেব্রুয়ারি ১০ ২২:৪৪:২১
তামিমের পদত্যাগ, ব্যাখ্যা দিল বিসিবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুদিন আগে খরব চাউর হয়েছে। সহ-অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন তামিম ইকবাল। গত দুদিন এ বিষয়ে বিসিবির কোনো বক্তব্য পাওয়া না গেলেও, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তামিমের সরে যাওয়ার বিষয় নিয়ে বিস্তারিত জানান।

তিনি বলেছেন, ‘তামিম ইকবাল জাতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং ভবিষ্যৎ অধিনায়ক। তামিমের ব্যাটিং সক্ষমতা বাংলাদেশ ক্রিকেট ভাগ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বোর্ড সভাপতি আরও বলেছেন, ‘আসন্ন ব্যস্ত ক্রিকেট মৌসুমের কথা বিবেচনা করে আমরা বোঝতে পেরেছি যে, তামিমকে সহ-অধিনায়কের বাড়তি দায়িত্ব না দেওয়াটাই ভালো হবে। যাতে সে শ্রীলঙ্কার সঙ্গে টোয়েন্টি২০ সিরিজে ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে পারে।’

শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিতব্য টোয়েন্টি২০ সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মাশরাফি। এ বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘মাশরাফি দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। এ ছাড়া মাশরাফি দলের জন্য প্রেরণাদায়ক। সুতরাং আমরা এ বিষয়ে আত্মবিশ্বাসী যে, মাশরাফি তার সুদীর্ঘ অভিজ্ঞতা দিয়ে দলকে সঠিকভাবেই পরিচালিত করতে পারবে।’

উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বার দেশের মাটিতে অধিনায়কত্ব করবেন মাশরাফি। এর আগে ২০১০ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। তবে টোয়েন্টি২০ ফরম্যাটের ক্রিকেটে প্রথমবারের মত অধিনায়ক হলেন দেশসেরা এ পেসার।

(দ্য রিপোর্ট/আরআই/এএস/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর