thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কয়রা ও দিঘলিয়ার নির্বাচনে আইনশৃঙ্খলা সেল গঠন

২০১৪ ফেব্রুয়ারি ১১ ০০:১৯:২৩
কয়রা ও দিঘলিয়ার নির্বাচনে আইনশৃঙ্খলা সেল গঠন

খুলনা অফিস : জেলার কয়রা ও দিঘলিয়া উপজেলায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ৯ সদস্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করা হয়েছে। ভোটারদের নিরাপত্তার জন্য র‌্যাব ও পুলিশের গাড়ি টহল দিচ্ছে। এ পর্যন্ত অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। ১৯ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিটার্নিং অফিসারের কার্যালয়ের সূত্রে জানা গেছে, ৯ সদস্যের সেলে আছেন- আহ্বায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াস হোসেন এবং সদস্য বিজিবির মেজর হামিদ উর রহমান, কোস্টগার্ডের লে. কমান্ডার এম জাহাঙ্গীর আলম, কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাশিদা বেগম, এনএসআই’র উপ-পরিচালক মো. ইদ্রিস আলী, জেলা আনসার কমান্ডেন্ট মোহাম্মদ আব্দুল আউয়াল, এপিবিএন’র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল, র‌্যাবের মো. তারেক যুবায়ের ও জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সদর) মো. সজীব খান। মঙ্গলবার বেলা ১১টায় এ কমিটির সভা অনুষ্ঠিত হবে।

প্রতিটি উপজেলায় ভোটারদের নিরাপত্তা এবং আচরণবিধি মেনে চলতে একাধিক মোবাইল কোর্ট চালু থাকবে। ১৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। পুলিশের সূত্র জানান, উল্লিখিত দুটি উপজেলায় বহিরাগতদের প্রবেশের ওপর কড়া নজরদারি রাখা হয়েছে।

রিটার্নিং অফিসারের কার্যালয়ের সূত্র জানান, দিঘলিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগ সমর্থিত খান নজরুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী গাজী সেলিমা আক্তার ও ১৯ দল সমর্থিত স্থানীয় বিএনপির নেতা মো. সাইফুর রহমান মিন্টু। কয়রা উপজেলা পরিষদের প্রার্থীরা হচ্ছেন- ১৯ দল সমর্থিত জামায়াতে ইসলামীর (দক্ষিণ) জেলার আমীর মাওলানা আ খ ম তমিজউদ্দিন, আওয়ামী লীগ সমর্থিত জিএম মহসিন রেজা, উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মোমরেজুল ইসলাম ও দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান। দলের স্থানীয় সূত্র জানায়, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান ১৯ দলকে সমর্থন দিয়ে নিজের প্রচারাভিযান থেকে বিরত রয়েছেন।

উল্লেখ্য, ২০০৯ সালের দিঘলিয়ার তৃতীয় উপজেলা নির্বাচনে মল্লিক মহিউদ্দিন ৩৪ হাজার ৬৯৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের খান নজরুল ইসলামের প্রাপ্ত ভোট ২৮ হাজার ৪২৫। কয়রা উপজেলা পরিষদের আগের নির্বাচনে আওয়ামী লীগের মোহসিন রেজা ৩৭ হাজার ৮৮৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা তমিজউদ্দিনের প্রাপ্ত ভোট ৩০ হাজার ৫৮২।

দ্য রিপোর্ট/এটি/এমডি/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর