thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটে গোলাগুলি, ২ নারী গুলিবিদ্ধ

২০১৪ ফেব্রুয়ারি ১১ ০৯:৪৪:৫৭
যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটে গোলাগুলি, ২ নারী গুলিবিদ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের আটলান্টায় একটি ব্যস্ত সুপার মার্কেটে গোলাগুলিতে দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের মুখপাত্র গ্রেগ ভোগান জানান, সোমবার বিকেলে ক্রোগার স্টোর নামে একটি দোকানে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আসন্ন শীতকালীন ঝড়ের আশঙ্কায় ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকেই কিনে রাখছিল বলে সুপার মার্কেটটিতে বেশ ভিড় ছিল বলে জানিয়েছে পুলিশ।

ভোগান জানান, বাকবিতণ্ডা কিংবা হাতাহাতির একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের শারীরিক অবস্থা জানা যায়নি। সূত্র : এপি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর