thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

হানিফ ফ্লাইওভারে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১০:০৭:৪৫
হানিফ ফ্লাইওভারে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর টিকাটুলিতে মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

নিহতের নাম শামীম রেজা (২৮)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সঙ্গে থাকা আইডি কার্ড দেখে তার নাম শনাক্ত করা হয়েছে। এ ছাড়া কার্ডে আরও লেখা রয়েছে ফকিরাপুল ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং।

দুর্ঘটনার পর এক সিএনজিচালক নূরুল আমিন মোটরসাইকেলচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

নূরুল আমিন দ্য রিপোর্টকে জানায়, সকাল সাড়ে ৯টার দিকে টিকাটুলিতে মেয়র হানিফ ফ্লাইওভারের ‍উপরে যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেলচালক আহত হন। পরে আহতাবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর