thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১১:০৭:০৯
পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত

পাবনা সংবাদদাতা : জেলার আটঘরিয়া উপজেলার শিবপুর বাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাদ্দাম হোসেন (২২) নামে এক ‍যুবক নিহত হয়েছেন।

পূর্ব বিরোধের জের ধরে সোমবার রাত ৯টার দিকে প্রতিপক্ষ তাকে ছুরিকাঘাত করে। পরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

সাদ্দাম জেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গা গ্রামের ঝুলু মিয়ার ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সাদ্দাম হোসেনের সঙ্গে শিবপুর এলাকার কয়েকজন যুবকের পূর্ব বিরোধ ছিল। সোমবার রাত ৯টার দিকে শিবপুর বাজারে কতিপয় যুবকের সঙ্গে সাদ্দামের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সাদ্দামকে ছুরিকাঘাত করে ওই যুবকরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত সাদ্দামকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/এমসি/এজেড/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর