thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নিউজিল্যান্ডের টেস্ট দলে নিশাম ও লাথাম

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১১:৪৯:৩৩
নিউজিল্যান্ডের টেস্ট দলে নিশাম ও লাথাম

দ্য রিপোর্ট ডেস্ক : নিউজিল্যান্ড-ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ওয়েলিংটনে শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। আগের একাদশে কোনো কাটছাঁট না করে অপরিবর্তিত স্কোয়াড মাঠে নামাতে পারেন নির্বাকচরা। তবে জেসি রাইডার ও ডুগ ব্রেসওয়েল বাদ পড়ায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন জিমি নিশাম ও টম লাথাম।

অকল্যান্ড টেস্টের আগে পানশালায় সময় কাটানোয় দ্বিতীয় টেস্টের জন্য বিবেচিত হননি রাইডার ও ব্রেসওয়েল। এদিকে, ব্রেসওয়েল ইনজুরিতে থাকলেও রাইডার ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছেন। নিশাম ওটাগোর অলরাউন্ডার। লাথাম মূলত ব্যাটসম্যান। এই দুজনের এখনও টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি। তবে সীমিত ওভারের ক্রিকেটে খেলেছেন।

সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এর আগে ওয়ানডে সিরিজে ৪-০ তে জিতেছে তারা।

নিউজিল্যান্ড দল : ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), পিটার ফুলটন, হামিশ রাদারফোর্ড, কেন উইলিয়ামসন, রস টেলর, কোরি অ্যান্ডারসন, বিজে ওয়াটলিং(উইকেটরক্ষক), টম লাথাম, জিমি নিশাম, টিম সাউদি, ইস সোধি, নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/এজেড/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর