thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জয়পুরহাটে ঐক্যবদ্ধ বিএনপি

২০১৪ ফেব্রুয়ারি ১১ ১২:০৭:৪৫
জয়পুরহাটে ঐক্যবদ্ধ বিএনপি

জয়পুরহাট সংবাদদাতা : উপজেলা নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে বিএনপি। দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারির এ নির্বাচনে জয়পুরহাট সদর, কালাই ও ক্ষেতলালে একক প্রার্থী দিতে সক্ষম হয়েছে দলটি।

জয়পুরহাট সদর থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাইয়ে আনিছুর রহমান তালুকদার ও ক্ষেতলাল থেকে রওনকুল ইসলাম টিপু চৌধুরীকে দলীয়ভাবে সমর্থন দেওয়া হয়েছে।

তিন উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দল যাকে মনোনয়ন দেবে, তাকেই সমর্থন দিতে তারা প্রস্তুত। দলের মধ্যে এখন কোনো বিভেদ নেই বলেও জানান তারা।

জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা জানান, অনেক কষ্টে বিএনপিকে ঐক্যবদ্ধ করা হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের নিয়ে দল সুসংগঠিত করা হয়েছে। তাদের পছন্দের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন করা হয়েছে।

এ ছাড়া ১৫ মার্চ তৃতীয় ধাপের নির্বাচনে আক্কেলপুর থেকে সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কমলকে সমর্থন দেওয়া হয়েছে। তবে পাঁচবিবিতে এখনও কাউকে সমর্থন দেওয়া হয়নি।

রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ দ্য রিপোর্টের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে একটি মহল ঐক্যবদ্ধ বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন।

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে জয়পুরহাট সদর, কালাই ও ক্ষেতলাল এবং তৃতীয় পর্যায়ে আক্কেলপুর ও পাঁচবিবিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এএএম/ইইউ/এজেড/ফেব্রুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর